পাতাল লোক-এ কেমন পারিশ্রমিক পেলেন জয়দ্বীপ?
ইন্সপেক্টর হাতিরাম চৌধুরীর চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা জয়দ্বীপ আহলাওয়াত।
এফটিআই পুনে এর সাবেক এই ছাত্র অভিনীত পাতাল লোক এর প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০২০ সালে অ্যামাজন প্রাইমে। পাঁচ বছর পর মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় সিজন।
হাতিরাম চৌধুরী এবং জয়দ্বীপের জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যায় তার পারিশ্রমিকের অংকে।
ভারতীয় সংবাদমাধ্যম ইটি নাউ জানিয়েছে, ২০২০ সালে সিরিজটির প্রথম সিজনে জয়দ্বীপের পারিশ্রমিক ছিল ৪০ লাখ রুপি।
পাঁচ বছর পর দ্বিতীয় সিজনে সেটা ৫০ গুন বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি রুপি!