অক্টোবর (২০১৮)
মন কেমন করা এক ছবি। বন্ধুর জন্য মন কেমন করা অনুভূতি, যা এক সময় পাগলামিতে পরিণত হয়। আসলে জীবনে কখন, কে যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটা আমরা জানি না। ঘটনাপ্রবাহ আমাদের নতুন সম্পর্ক, নতুন পরিস্থিতির দিকে ধাবিত করে। এই ছবির গল্পটাও তাই।
দানিশ ট্রেইনি হিসেবে কাজ করে এক ফাইভ স্টার হোটেলে। সেখানে তার মত আরো কয়েকজন ট্রেইনি রয়েছে। কিন্তু কারো সাথেই দানিশের খুব একটা খাতির নেই। দানিশ নিজের মতই থাকে, আর সবার উপর সে বিরক্ত। নিউ ইয়ার সেলিব্রেশনের রাতে হোটেলের ছাদ থেকে দূর্ঘটনাবশত পরে গিয়ে কোমায় চলে যায় শিউলি। দানিশের মত সেও এই হোটেলের ট্রেইনি। সুস্থ থাকা অবস্থায় কখনোই শিউলির প্রতি কোন টান অনুভব করেনি দানিশ। কিন্তু দূর্ঘটনা ঘটার আগ মুহূর্তে দানিশের কথা কথাচ্ছলে জিজ্ঞেস করেছিলো শিউলি। সেই ঘটনা শোনার পর তা দানিশের মনে গভীর প্রভাব ফেলে। সে শিউলিকে হাসপাতালে দেখতে যায়। এরপর প্রতিদিন যেতে থাকে। একসময় সারাদিন হাসপাতালেই পড়ে থাকে দানিশ, কিন্তু শিউলি তখনও কোমায়। তার বাঁচার আশা ক্ষীণ।