অতিথি তুম কাব জায়োগে? (২০১০)

সিনেমার এক স্ক্রিপ্টরাইটারের বাড়িতে বেড়াতে এসেছেন দূর সম্পর্কের এক চাচা। এমনিতে বাড়িতে মেহমান তেমন আসে না আজকাল। আসলেও শুধু একবেলা খাওয়া দাওয়া করে চলে যায়। কিন্তু চাচা বেশ অনেকদিন থাকবেন। স্ক্রিপ্টরাইটারের ছোট সংসার, বউ আর ছোট একটা ছেলে। সবাই ভীষণ খুশি, মেহমান তাদের বাসায় থাকবে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই নানান উপদ্রবের শুরু। এবার রাইটার আর তার বউ মিলে কীভাবে অতিথিকে বিদায় করা যায় তাই নিয়ে নানান ফন্দি আঁটেন। ব্যাপারটা এমন যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। কিন্তু অতিথি তো গাঁট হয়ে বসে আছেন। যাওয়ার নাম-ই নিচ্ছেন না। ছবির শেষে পাওয়া গেলো আশ্চর্য হওয়ার মত এক খবর!

অতিথির চরিত্রে পরেশ রাওয়াল এব্ং রাইটারের চরিত্রে অজয় দেবগন, স্ত্রীর চরিত্রে কঙ্কনা সেন শর্মা সবাই খুবই ভালো অভিনয় করেছেন। বিশেষ করে পরেশ রাওয়ালের অভিনয় ছবিটির মূল আকর্ষণ। ছবিটি পরিচালনা করেছেন অশ্বিনী ধির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *