অর্জুন রেড্ডি (২০১৭)
অর্জুন রেড্ডিকে কি বলা যায়? ক্ষ্যাপাটে প্রেমিক? ব্রিলিয়ান্ট সার্জন নাকি পাড় মাতাল? আসলে সবই বলা যায়!
ভালো-খারাপ আর আবেগের মিশ্রণে তৈরি ক্যারেক্টার অর্জুন রেড্ডি। আর এই ক্যারেক্টারটি তৈরি করেছেন তেলেগু ছবির চিত্রনাট্যকার ও পরিচালক সন্দীপ ভাঙ্গা। ছবিটির নাম ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন বিজয় দেভেরাকানোরা। বিজয়ের পরই ছবিতে অভিনেতা হিসেবে যার নাম আসবে তিনি রাহুল রামাকৃষ্ণা। পার্শ্ব চরিত্রেও যে এরকম পাল্লা দিয়ে অভিনয় করা যায় তা রাহুলের অভিনয় না দেখলে কখনো বিশ্বাস হবে না। অর্জুন রেড্ডির জন্য অপরিহার্য চরিত্র শিভা। অর্জুন রেড্ডির প্রেমিকা প্রীতির চরিত্রে অভিনয় করেছেন শালিনি পান্ডে। শালিনির অবশ্য অভিনয়ের সুযোগ তেমন ছিলো না।
তিন ঘণ্টার পুরো ছবিটাই আসলে এগিয়েছে অর্জুন রেড্ডির উপর ভর করে। ছবির নায়কও তিনি আবার খলনায়কও তিনি। এই ছবিটা দারুন এক অভিজ্ঞতা। তবে তেলেগু, তামিল, মালায়লাম সিনেমাগুলোর দৈর্ঘ্য প্রয়োজনের অতিরিক্ত হয়। যেমন এই ছবিটা তিন ঘণ্টার। কিন্তু কিছু কাটছাট করে ছবিটি দুই ঘণ্টায় বেধে ফেলা যেত। যা হোক ছবিটা দেখতে বসলে হাতে সময় নিয়েই বসবেন। কারণ শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না।
ছবিটির অফিশিয়াল হিন্দি রিমেক ‘কবির সিং’ -এ অভিনয় করেছেন বলিউড তারকা শহীদ কাপুর।