অ্যানড্রয়েড কুঞ্জাপ্পান ভার ফাইভ পয়েন্ট টু ফাইভ (২০১৯)

বুড়ো বাবা আর ছেলে। বাবা বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। বাবার সাথে থাকতে গিয়ে ছেলেকে একের পর এক চাকরি ছেড়ে দিতে হচ্ছে। শেষ পর্যন্ত রাশিয়ায় এক চাকরি নিয়ে ছেলে চলে যায়। বাবার জন্য রাখা হয় হাউজ নার্স। কিন্তু খিটখিটে মেজাজের বাবার সাথে কারোরই বনিবনা হয় না। বাবাকে একা রেখে ছেলেও থাকে টেনশনে। এই সমস্যার সমাধান হিসেবে আসে একটা রোবট যার নাম অ্যান্ড্রয়েড ভার ফাইভ পয়েন্ট টু ফাইভ।

বাবা রোবটকেও মেনে নিতে পারে না। ছুটি কাটিয়ে ছেলে ফিরে যায় রাশিয়ায়। থাকে শুধু রোবট আর বাবা। একজন যন্ত্র, অন্যজন মানুষ। যেই বাবার মানুষের সাথে বনিবনা হয় না, ধীরে ধীরে রোবটের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। কারণ রোবট তার উপর খবরদারি করে না, খারাপ ব্যবহার করে না, তার সব কথা শোনে, সব কাজে সাহায্য করে।

মানুষের একাকীত্ব, আপনজনের প্রতি ভালোবাসার টান… সব মিলিয়ে দুই ঘণ্টার ছবিটি আপনাকে ভাবাবে। ২০১২ সালের মার্কিন ছবি ‘রোবট অ্যান্ড ফ্রাংক’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন রাতীশ বালাকৃষ্ণান পদুভাল। ছবিটি পরিচালনাও করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *