আখো দেখি (২০১৪)
হিন্দি শব্দ ‘আখো দেখি’ এর একটা যুতসই বাংলা হতে পারে ‘চোখের দেখা’। খুব কম বাজেটের ছবি কিন্তু মানের দিক থেকে খুব উঁচুতে এর অবস্থান। বরাবরের মত অভিনেতা সঞ্জয় মিশরা গল্পটিতে প্রাণ এনে দিয়েছেন তার সাবলীল অভিনয়ের মাধ্যমে। আখো দেখি ছবিটি পরিচালনা করেছেন অভিনেতা এবং পরিচালক রজত কাপুর। চিত্রনাট্যও লিখেছেন তিনি। পুরো ছবিতে কারো অভিনয় আপনাকে হতাশ করবে না। ভারতের নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর পারিবারিক বন্ধন, সম্পর্ক এ নিয়ে এগিয়েছে গল্প। আর সেই সাথে খুব সাধারণভাবে যোগ করা হয়েছে গভীর জীবনবোধ।