আতরঙ্গি রে (২০২১)
আনন্দ এল রাই মানেই পর্দায় এক অন্যরকম ভালো লাগা। পরিচাল হিসেবে তানু ওয়েডস মানু, রানঝানা এর মত ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। এবার ফিরলেন ‘আতরঙ্গি রে’ নিয়ে। ব্যতিক্রমী গল্প এবং সবার অভিনয় ছবিটিকে উপভোগ্য করে তুলেছে।
ছবিটির প্রোডাকশন ডিজাইন, সিনেমাটাগ্রাফি সুন্দর। এ.আর রহমানের সঙ্গীতায়োজন কিন্তু তেমন একটা জমেনি। পরিচালক হিসেবে আনন্দ এল রাই একটা জার্নি উপহার দেন দর্শকদের। এই ছবিতেও সেটা আছে। বিশেষ করে আনন্দ এল রাই আর ধানুশের জুটিটা দারুণ!
সারা আলী খান বেশ ভালো অভিনয় করেছেন। রিংকুর ক্যারেক্টারটা কম্প্লিকেটেড, সারা একবারও ক্যারেক্টার থেকে সরে যাননি। অক্ষয় কুমারের তেমন কিছু করার ছিল না। ধানুশ ঠিকঠাক করেছেন।
তবে সবচেয়ে ভালো করেছেন ধানুশের বন্ধু এমএস এর চরিত্রে আশীষ ভার্মা। নিজের ক্যারেক্টারটাকে এত চমৎকারভাবে তিনি আয়ত্ত করেছেন যে তিনিই আসলে এই ছবির প্রাণ। ডায়লগ, সিচুয়েশনাল কমেডি, এক্সপ্রেশন সবকিছুতে আশীষ দশে দশ!