আনজাম পাথিরা (২০২০)

শহরে একের পর এক পুলিশ সদস্য খুন হচ্ছেন। একই প্যাটার্ন। হত্যার আগে জীবিত অবস্থায় তাদের চোখ তুলে নেয়া হচ্ছে। বীভৎস এসব লাশ দেখে পুলিশ কর্মকর্তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। কিন্তু পুরো পুলিশ ফোর্স মিলেও কূল কিনারা করতে পারে না। তাদের সাথে যোগ দেয় সাইকোলোজিস্ট আনোয়ার। রহস্য উন্মোচনের কাছাকাছি আসলেও সরিয়ে দেয়া হয় মূল তদন্ত কর্মকর্তাকে। ফলে আনোয়ারকেও কেস থেকে সরে যেতে হয়। কিন্তু কেসটা মাথার ভেতর থেকে যায় তার। একাই সূত্র ধরে তদন্ত করতে থাকে সে। এক সময় কেসটা প্রায় সমাধান করে ফেলে আনোয়ার। ‍কিন্তু সে বুঝতে পারে, এখনো আসলে খুনীকে চিহ্নিত করতে পারেনি তারা।

মালায়লাম এই ক্রাইম থ্রিলার ছবিটি পরিচালনা করেছেন মিধুন ম্যানুয়াল থমাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কুনচাকো বোবান, উন্নিমায়া প্রসাদ, শারাফ ইউ ধিন, জিনু জোসেফ, শ্রীনাথ বাসি এবং রেমিয়া নাম্বিসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *