আ থার্সডে (২০২২)

পাওয়ারফুল!

হোস্টেজ ফিল্মের একটা কমন প্যাটার্ন আছে। শুরুতে একটা স্বাভাবিক দিন দেখাবে, তারপর হঠাৎ-ই লোকজনকে হোস্টেজ নিয়ে যাবে, পুলিশকে ফোন দিবে, পুলিশ এসে এলাকা ঘিরে ফেলবে, তারপর হবে নেগোসিয়েশন, পুলিশ সময় নষ্ট করবে, পুলিশ অফিসারের কোন ব্যাকগ্রাউন্ড থাকবে, কাজ করার তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, পুলিশের হাত থেকে সিচুয়েশন বের হয়ে যাবে, কমান্ডো টিম অ্যাকশনে যাবে।

এই সবকিছুই আছে এই ছবিতে। সেভাবে আলাদা করে কিছু যদি থাকে সেটা হচ্ছে ছবির সাবজেক্ট। এটাই ছবিটিকে বাকি সব হোস্টেজ ছবি থেকে আলাদা করেছে। কম বাজেটের ছবি দেখে বোঝা যায় একই লোকেশন একই কস্টিউমে দুই ঘণ্টা শেষ। ইয়ামি গৌতম আর নেহা ধুপিয়ার অভিনয় ভালো।

শুরুর ২০ মিনিট আর শেষের ৩০ মিনিটে হচ্ছে আসল ছবি। মাঝখানের ৭০ মিনিট হচ্ছে চিপসের প্যাকেটের বাতাসের মত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *