ইন্ডিয়ান প্রেডেটর: দ্য ডায়েরি অব অ্যা সিরিয়াল কিলার (২০২২)

ডকুমেন্টারি হলেও পুরো সিরিজটাতে একটা ক্রাইম থ্রিলার দেখার অনুভূতি পাবেন। সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত নেটফ্লিক্সের ‘ইন্ডিয়ান প্রেডেটর: দ্য ডায়েরি অব অ্যা সিরিয়াল কিলার’ ডকু সিরিজটির সেকেন্ড সিজন আপনার ভাবনার গভীরে আঘাত করবে।

কারণ নির্মাতারা সত্য উদ্ধারের সব চেষ্টাই করেছেন। ভিক্টিমদের পরিবার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তদন্তকারী পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, অ্যান্থ্রোপোলোজিস্ট থেকে শুরু করে খোদ অভিযুক্ত এবং তার পরিবারের সদস্যদের ইন্টারভিউ করেছেন। অর্থ্যাৎ সবদিক থেকে সবার বক্তব্য তুলে ধরা হয়েছে।

যতই নতুন নতুন তথ্য উন্মোচিত হয়েছে ততই এটা দর্শককে গভীর ভাবনার ভেতরে নিয়ে গেছে।

ঘটনার শুরু একটা বিকৃত লাশ দিয়ে। মস্তক এবং পুরুষাঙ্গবিহীন একটি লাশ উদ্ধার করে পুলিশ। আর তারপরই খোঁজ শুরু হয়। এরপর একে একে বেরিয়ে আসে নতুন নতুন রহস্য।

মূল অভিযুক্ত রাজা কোলান্দার নামে নিজের পরিচয় দিলেও তার আসল নাম রাম নিরঞ্জন। বর্তমানে তিনি, তার স্ত্রী এবং শ্যালক খুনের অভিযোগে জেল খাটছেন।

তবে নিজেকে তিনি নির্দোষ দাবি করেন। তার দাবি তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন। কিন্তু পুলিশের দাবি ঠাণ্ডা মাথায় ১৪ জনকে একাই খুন করেছেন তিনি। খুন করার পর কারো কারো মগজ সেদ্ধ করে খেয়েছেন, কারো গাড়ি চুরি করে নিজে ব্যবহার করেছেন, এরকম নানা অবিশ্বাস্য ও জটিল ঘটনা রয়েছে রাম নিরঞ্জনের জীবনে।

ক্রাইম থ্রিলার বা ক্রিমিন্যাল সাইকোলোজি নিয়ে আগ্রহ থাকলে দেরি না করে দেখে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *