ইন দ্য মুড ফর লাভ (২০০০)

ওং কার-ওয়াই এক মুগ্ধতার নাম। তাঁরই অনবদ্য দৃশ্যকাব্য `ইন দ্য মুড ফর লাভ’। ভালোবাসা এবং নিস:ঙ্গতার গল্প নিয়ে তৈরি ৯৮ মিনিটের ছবিটি। এই ছবির সিনেমাটোগ্রাফি খুবই উপভোগ্য, যা তুলেছেন বিখ্যাত সিনেমাটোগ্রাফার ক্রিস্টোফার ডয়েল এবং মার্ক লি পিং বিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *