ওয়েস্ট ল্যান্ড (২০১০)

ব্রাজিলে নিজ জন্মভূমিতে ফিরে আসে বৃটেনের খ্যাতনামা আর্টিস্ট ভিক মুনিজ। উদ্দেশ্য রিও ডি জেনিরোতে, পৃথিবীর সবচেয়ে বড় ওয়েস্ট ডাম্পিং ফিল্ডের কয়েকজন কর্মীকে বাছাই করা এবং পরবর্তীতে তাদের জীবন বদলে দেয়া। আর এই জীবন বদলানোর প্রক্রিয়াটা মুনিজ করতে চায় ফিল্ডের রিসাইকেলেবল ওয়েস্ট ব্যবহার করেই। প্রতিটি কর্মীর চিন্তা ও জীবনধারার সাথে মিল রেখে আলাদা আলাদা পোর্ট্রেইট তৈরি করতে চায় মুনিজ। আর ওয়েস্ট দিয়ে তৈরি সেসব পোর্ট্রেইট বিক্রি করতে চায় নিলামে। যার অর্থ বুঝিয়ে দেয়া হবে সেই কর্মীদের মাঝে। সিনেমায় আমরা দেখতে পাই সমাজের সবচেয়ে অবহেলিত একদল মানুষ একটু সাহায্য, একটু সহানুভূতি পেলে কিভাবে পলকেই বদলে যেতে পারে। পরিচালক খুব দক্ষভাবে সেই একটু পরিমাণটাকে বুঝিয়েছে। দারুণ এক ইমোশনাল জার্নি! দেখা সেরা ডকুমেন্টারিগুলোর একটা। পরিচালনা- লুসি ওয়াকার/জোয়াও জার্দিম/কারেন হার্লি।

নাসিমুল হাসান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *