কাপ্পেলা (২০২০)
বেশিরভাগ মালায়লাম ছবিতে একটা ফিল গুড ব্যাপার থাকে। ধীরে সুস্থে ছবিটা শুরু হয়। প্রথম আধা ঘণ্টা এক রকম, শেষে গিয়ে দেখা যায় আরেক রকম।
এই ছবিতেও সেটা আছে। ছিমছাম গ্রাম আর মফস্বলের সাদামাটা গল্প। ছবিতে দেখানো গ্রামটা বেশ সুন্দর, সবুজে ভরপুর। মালায়লাম ছবির লোকেশন বরাবরই মুগ্ধ করে।
ফার্স্ট হাফের পর থেকে ছিমছাম গল্পটা জটিল হতে শুরু করে। বিশেষ করে শ্রীনাথ বাসির এন্ট্রির পর থেকে।
শ্রীনাথ বাসি এবং রোশান ম্যাথিউ দুজনেই সবসময় ইতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। তাই এক সময় গিয়ে দুজনের মধ্যে কে ভিলেন সেটা নিয়ে দর্শকরা দ্বিধায় পড়ে যাবে। যেমন দ্বিধায় পড়েছিল জেসি।
ভালোবাসার মানুষটার উপর ভরসা রেখে ঘর ছেড়েছিল সে। চলে এসেছিল অজানা এক শহরে। যেখানে ভালোবাসার মানুষটার সাথে প্রথম দেখা হবে তার। কিন্তু গল্পের কাহিনী এমন সমান্তরালে আগায় না। তাইতো একবার মনে হয় ঠিক মানুষটাকেই ভালোবসেছে জেসি, আবার মনে হয় না, প্রেমের নামে প্রতারণার ফাঁদে পা দিয়েছে সে।
জেসির এই দ্বন্দ্বটাই গল্পের মূল ক্লাইম্যাক্সের জায়গা। মাঝখানে গল্পটা বেশ ঝিমিয়ে পড়ে তবে শ্রীনাথ বাসির এন্ট্রির সাথেই গল্প নতুন মোড় নিতে শুরু করে। সেখান থেকে গল্পটা যেন আবার নতুন করে শুরু হয়।
মূল তিনটি চরিত্রে শ্রীনাথ বাসি, রোশান ম্যাথিউ এবং আন্না বেন ন্যাচারাল অ্যাক্টিং করেছেন। সব মিলিয়ে ভালো লেগেছে ছবিটা।
ডিরেক্টর মুহাম্মদ মোস্তফার প্রথম ছবি এটা। দারুণ জনপ্রিয়তার কারণে ছবিটি তেলেগুতে রিমেক করা হয়েছে।