কাস্ট অ্যাওয়ে (২০০০)
টম হ্যাংকসের আরেকটি চমৎকার ছবি। এক বিচ্ছিন্ন দ্বীপে এক নি:সঙ্গ মানুষের বেঁচে থাকার লড়াই নিয়ে গল্প। চাক নোলান্ড ফেডএক্স এর একজন কর্মকর্তা। ফেডেক্স এর মালামাল নিয়ে বিমানে রওনা হন তিনি। এটাই তার কাজ। এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য নিয়ে যাওয়া এবং বুঝিয়ে দেয়া। কিন্তু বিমানটি বিধ্বস্ত হয়। সমুদ্রে ভাসতে ভাসতে গিয়ে এক জনমানবহীন দ্বীপে পৌঁছায় নোলান্ড। বাঁচার আশা প্রায় ছিলোই না, তবে বেঁচে যায় সে। কিন্তু বেঁচে গিয়ে যেন বড় বিপদে পড়ে। কীভাবে এখানে থাকবে সে? খাবার নেই, কাপড় নেই, কিচ্ছু নেই। দূর থেকে বড় বড় জাহাজ চলে যায়। তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে নোলান্ড। কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়। অগত্যা এই দ্বীপের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করে সে। এবং একসময় পুরোদস্তুর দ্বীপবাসী হয়ে যায়। তারপরও একটা ক্ষীণ আশা তার মনে রয়ে গিয়েছিলো লোকালয়ে ফেরার। বহু বছর পর সত্যি সত্যি আবার লোকালয়ে ফেরে সে। কিন্তু ফিরে দেখে তার জগৎ আর আগের মত নেই। নোলান্ডের মনে হয় সে মনে হয় দ্বীপের জীবনেই ভালো মানিয়ে নিয়েছিলো।