কিল দ্য আইরিশম্যান (২০১১)
আমেরিকার ক্লিভল্যান্ডের ‘ঘাড়ত্যাড়া’ ইউনিয়ন লিডার ড্যানি গ্রিনের জীবন কাহিনী অবলম্বনে নির্মিত ছবি। নাম দেখেই বোঝা যাচ্ছে ড্যানি গ্রিন ছিলেন একজন আইরিশ আমেরিকান। ইউনিয়ন লিডার হিসেবে উত্থান হলেও মাফিয়া রাজনীতিতে পতন দ্রুত। জেলজীবন থেকে বেরিয়ে এফবিআই এর ইনফর্মার হিসেবে কাজ করেন, চাপে পড়ে।
এরপর মাফিয়া জগতের নিয়ন্ত্রন পেতে বোমা মেরে উড়িয়ে দেয়ার কাজ শুরু করেন। ছবিতে দেখা যায়, একের পর এক মাফিয়া লিডার মারা যাচ্ছেন গাড়ি বোমা বিষ্ফোরনে। পুরো সিনেমাজুড়েই বার বার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসেন ড্যানি। তবে শুধু একবারই এর ব্যতিক্রম ঘটে। মাফিয়া ব্যবসা, ইউনিয়ন লিডার সবকিছু মিলিয়ে ছবির পুরোটা জুড়েই পেশী এবং বুদ্ধিমত্তার রাজনীতির এক নিয়ন্ত্রিত দাপট।
জোনাথন হেন্সলেই পরিচালিত ১০৬ মিনিট ব্যাপ্তির এই ছবিটির চিত্রনাট্য পরিচালকের সাথে যৌথভাবে লিখেছেন জেরেমি ওয়াল্টার্স। চিত্রনাট্য তৈরি করা হয়েছে রিক পরেল্লো এর লেখা ‘টু কিল দ্য আইরিশম্যান: দ্য ওয়ার দ্যট ক্রিপল্ড দ্য মাফিয়া’ অবলম্বনে।
ড্যানি গ্রিনের ভূমিকায় অভিনয় করেছেন রে স্টিভেনসন। যারা মাফিয়া, রাজনীতি, গ্যাং ওয়ার, অ্যাকশন থ্রিলার ধাচের সিনেমা পছন্দ করেন তারা ট্রেইলার দেখে নিতে পারেন এখনই।