খাকি দ্য বিহার চ্যাপ্টার (২০২২)
নেটফ্লিক্সের নতুন ক্রাইম ড্রামা সিরিজ। কপ থ্রিলার যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে। কিছুটা নারকোস এর সাথে মিল রয়েছে স্টোরি লাইনের। নারকোসে যেমন ম্যান হান্ট ছিল এই সিরিজেও তেমন ম্যান হান্ট অপারেশন রয়েছে। নারকোসে ডিইএ এর টার্গেট ছিল পাবলো এস্কোবার আর খাকিতে পুলিশের টার্গেট চন্দন মাহতো।
আইপিএস অফিসার অমিত লোধার লেখা বই ‘বিহার ডায়েরিস: দ্য ট্রু স্টোরি অব হাউ বিহার’স মোস্ট ডেঞ্জারাস ক্রিমিনাল ওয়াজ কট’ অবলম্বনে সিরিজটির চিত্রনাট্য লেখা হয়েছে। নীরাজ পান্ডের কনসেপ্টে সিরিজটি পরিচালনা করেছেন ভাব ধুলিয়া।
ভারতে বিহার অঞ্চলটি পরিচিত ক্রাইম জোন হিসেবে। পুরো বিহার জুড়েই ছোট-বড় নানা ক্রাইম গ্যাং রয়েছে, যাদের বেশিরভাগই রাজনীতির ছত্রছায়ায় শূন্য থেকে উঠে আসা। এরকমই একজন চন্দন মাহতো, যে এক সময় ট্রাক ড্রাইভার ছিল, সেখান থেকে অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়ে। তারপর হয়ে ওঠে অপ্রতিরোধ্য এক গ্যাংস্টার।
তার বিরোধিতা করার মানিকপুরা গ্রামে একসাথে ২৫ জনকে গুলি করে হত্যা করে চন্দন মাহতো এবং তার দলের লোকেরা। তারপরই টনক নড়ে পুলিশের। চন্দনকে গ্রেপ্তারের দায়িত্ব দেয়া হয় এসপি অমিত লোধাকে।
সিরিজটিতে অমিত লোধা এবং চন্দন মাহতোর কাহিনী সমান্তরালে দেখানো হয়েছে। আইআইটি স্টুডেন্ট থেকে অমিত লোধার আইপিএস অফিসার হয়ে ওঠা এবং ট্রাক ড্রাইভার থেকে চন্দন মাহতোর ভয়ংকর গ্যাংস্টার হওয়ার গল্প চলেছে সমানতালে।
২০০০ এর প্রথম দশকের মাঝামাঝিতে এক্স-আইআইটি অমিত লোধা প্রায় উধাও হয়ে যাওয়া চন্দনকে ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে খুঁজে বের করেন। নানাভাবে তিনি চন্দনকে নিজের জালে ফেলেন। সিরিজের ঘটনাবলী দেখে অমিত লোধার বুদ্ধির প্রশংসা দর্শকদের করতেই হবে।

করণ থাকার অভিনয় করেছেন অমিত লোধার চরিত্রে। তিনি বেশ ভালো অভিনয় করেছেন। তার সাথে পাল্লা দিয়ে চন্দন মাহতোর ভূমিকায় অভিনয় করেছেন অভিনাশ তিওয়ারি। সিরিজটি এই দুই অভিনেতার জন্য বেঞ্চমার্ক হয়ে থাকবে।
একইসাথে বলতে হয় এসএইচও রঞ্জন কুমারের ভূমিকায় অভিনয় করা অভিমান্যু সিং এর কথা। সিরিজটি তিনিই ন্যারেট করেছেন। তবে আইজি মুক্তেশ্বর চৌবের ভূমিকায় আশুতোষ রানা অনবদ্য অভিনয় করেছেন। থ্রিলারের ভেতরে তিনিই ছিলেন একমাত্র কমিক রিলিফ। এছাড়াও অন্যান্য চরিত্রে রবি কিষাণ, বিনয় পাঠাক, অনুপ সানি এবং যতিন সার্না ভালো অভিনয় করেছেন।
সিরিজটি কাস্টিংয়ের প্রশংসা করতেই হয়। সাত পর্বের সিরিজটিতে প্রতিটি এপিসোড গড়ে এক ঘণ্টার।
২০০৪ সালে রাজকুমার সন্তোষি নির্মাণ করেছিলেন কপ থ্রিলার মুভি খাকি। এতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, ঐশ্বরিয়া রায়সহ অনেকে। তবে নাম ছাড়া সেই ছবির সাথে এই সিরিজের আর কোথাও কোনো মিল নেই।