গাল্লি বয় (২০১৯)
একজন মানুষ কি করার ক্ষমতা রাখে সেটা নির্ভর করে তার দৃঢ়তা এবং ইচ্ছাশক্তির উপর। আপনি যদি কোন কাজ করতে ভালোবাসেন সেটা করে যেতে থাকেন, কাজটা যেমন আপনাকে আনন্দ দেবে তেমনি এক সময় যশ-খ্যাতি-অর্থ সবই এনে দেবে। পারিবারিক পরিচিতি, অর্থনৈতিক অবস্থা এসব কোন কিছুই আপনার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।
আপনি যে স্বপ্নটি আপনার ভেতরে লালন করছেন তার কাছে আপনাকে পৌঁছে দিতে পারে কঠোর পরিশ্রম আর একাগ্রতা। একাগ্রতার সাথে কঠোর পরিশ্রম করে গেলে একদিন সাফল্য আসবেই। এই গল্পটাই বলা হয়েছে ‘গাল্লি বয়’ ছবিতে। যেখানে নামভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং।
সাধারণত রণবীর সিং যে ধরণের চরিত্র করেন তার থেকে বেশ খানিকটা আলাদা এই চরিত্রটি। চুপচাপ, হাসিখুশি এবং অনড় একটি চরিত্র মুরাদ। এক ড্রাইভারের ছেলে যে বস্তিতে ছোট্ট একটা ঘরে থাকে পরিবারের সাথে। যার স্বপ্ন র্যাপার হওয়ার। মুরাদ যে পরিবেশে থাকে সেখানে কেউ র্যাপার হওয়ার স্বপ্ন দেখে না। যে কোন কাজ করে একটু ভালো রোজগার করার স্বপ্ন দেখে শুধু।
পরিবারের অশান্তি, মানুষের অবজ্ঞা-অবহেলা কিছুই মুরাদকে দমিয়ে রাখতে পারে না। একটু একটু করে সে এগিয়ে যেতে থাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। আর এই যাত্রায় তার পাশে থাকে তার প্রেমিকা এবং বন্ধুরা। গাল্লি বয় নামে র্যাপার হিসেবে আত্মপ্রকাশ করে সে। ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়তে থাকে।
মুরাদ চরিত্রটির ভেতরে একটি চাপা ক্ষোভ থাকে। সে তার প্রতি করা অবহেলা, অবজ্ঞার কড়া জবাব দিতে চায় তবে মুখে নয়, কাজের মাধ্যমে। তাই সে চুপ করে কাজ করে যেতে থাকে। র্যাপ গানের প্রতি তার যে ভালোবাসা সেটাকে আকড়ে ধরে সে এগিয়ে যেতে থাকে। নিজের সব কষ্টগুলোকে প্রকাশ করতে থাকে গানের কথা, গানের সুরের মাধ্যমে।
এই ছবিটি এমন একটি ছবি যা সবসময় মানুষকে অনুপ্রেরণা জোগাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। এই ছবির একটি বিখ্যাত গানের লাইনে বলা আছে, ‘আপনা টাইম আয়ে গা’। অর্থ্যাৎ আমার সময় আসবে।
ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রীমা কাগতি এবং জোয়া আখতার। ছবিটি পরিচালনা করেছেন জোয়া আখতার। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, সিদ্ধান্ত চতুর্বেদী, আলিয়া ভাট এবং বিজয় রাজ। রণবীর সিংয়ের পাশাপাশি সিদ্ধান্ত চতুর্বেদীর অভিনয়ের প্রশংসা করতেই হয়। এমসি শের নামের র্যাপারের ভূমিকায় অভিনয় করে তিনি সবাইকে মুগ্ধ করেছেন।
২০১৯ সালে মুক্তি পাওয়া ছবিটি সে বছর বলিউডের অন্যতম ব্যবসা সফল ছবি ছিলো। মাত্র ৪০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি আয় করে ২৩৮ কোটি রুপি।