গোল! দ্যা ড্রিম বিগিন্স (২০০৫)
আগাগোড়া ক্লাব ফুটবলের গল্প। ফুটবলপ্রেমীদের জন্য মাস্টওয়াচ মুভি। সান্তিয়াগো মুনেজ নামের এক প্রতিভাবান ফুটবলারের উঠে আসার গল্প দেখানো হয়েছে ছবিটিতে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বাস করা মুনেজ এসেছে মেক্সিকো থেকে। দাদী, বাবা আর ছোট ভাইকে নিয়ে তাদের সংসার। দরিদ্র পরিবারের ছেলে মুনেজ লোকাল ক্লাবে ফুটবল খেলে। তবে তার লক্ষ্য একদিন বড় ক্লাবে খেলার, বড় খেলোয়াড় হওয়ার। মুনেজের জীবন পাল্টাতে থাকে। কিন্তু সেই পাল্টানো জীবনের সাথে কি খাপ খাওয়াতে পারে সে?
গোল ট্রিলোজির এটাই প্রথম ছবি। এটি পরিচালনা করেছেন ড্যানি ক্যানোন। মুনেজ এর ভূমিকায় অভিনয় করেছেন কুনো বেকার।