জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ (২০২০)
কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য ১৯৬৬ সালের আমেরিকার ওকল্যান্ডে প্রতিষ্ঠা করা হয় ব্ল্যাক প্যান্থার পার্টি। কলেজের ছাত্র থাকা অবস্থায় ববি সিল এবং হুয়ে পার্সি নিউটন প্রতিষ্ঠা করেন গ্রুপটি। ১৯৬৬ থেকে ১৯৮২ সাল পর্যন্ত তাদের কার্যক্রম ছিল। আমেরিকার বিভিন্ন অঞ্চলে ব্ল্যাক প্যান্থার পার্টি সক্রিয়ভাবে কাজ করে।
ইলিনয় রাজ্যের দায়িত্বে ছিলেন ফ্রেড হ্যাম্পটন। তাঁকে হত্যা করার জন্য এফবিআই স্পেশাল এজেন্ট রয় মিটশেল গুপ্তচর হিসেবে নিয়োগ করে উইলিয়াম বি ও’নীলকে। গাড়ি চুরি করতে গিয়ে মিটশেলের হাতে ধরা পড়ে ১৭ বছর বয়সী ও’নীল। এফবিআই এর সোর্স হিসেবে কাজ করার শর্তে সে মুক্তি পায়।
ফ্রেড হ্যাম্পটনের সাথে দ্রুতই ঘনিষ্ঠ হয়ে পড়ে ও’নীল। এফবিআইকে হ্যাম্পটনের ফ্ল্যাটের ঠিকানা দেয় সে। রাতের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে পালিয়ে যায় ও’নীল। গভীর রাতে হ্যাম্পটনের ফ্ল্যাটে হামলা চালায় শিকাগো পুলিশ ও এফবিআই। ১৯৬৯ সালের সেই অভিযানে মারা যান হ্যাম্পটন। আসলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
১৯৭৩ সালে ও’নীলের এফবিআই সোর্স হিসেবে কাজ করার খবরটি জানাজানি হয়। এরপর এফবিআই এর সহযোগিতায় নাম পরিচয় বদলে আত্মগোপনে চলে যায় ও’নীল। ৪০ বছর বয়সে বয়সে ও’নীল আত্মহত্যা করেন।
ফ্রেড হ্যাম্পটন এবং ও’নীলকে নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। ছবিতে ফ্রেড হ্যাম্পটনের ভূমিকায় অভিনয় করেছেন ড্যানিয়েল কালুইয়া। ও’নীলের ভূমিকায় অভিনয় করেছেন লেকিথ স্ট্যানফিল্ড এবং রয় মিটশেলের ভূমিকায় অভিনয় করেছেন জেসে প্লেমন্স। ছবিটি পরিচালনা করেছেন শাকা কিং।