দিল্লি ক্রাইম সিজন টু (২০২২)
প্রথম সিজনের ব্যাপক জনপ্রিয়তার কারণে দ্বিতীয় সিজনে দর্শকদের প্রত্যাশা ছিল বেশি। এবার ডিসিপি ভার্তিকা চতুর্বেদী এবং তার টিম কোন ক্রাইম সলভ করে সেটা নিয়ে। এবারের গল্পটা প্রথম সিজনের মত জমজমাট না হলেও ভালো।
প্রথম দিকে গল্পের ডেভলপমেন্টে অনেকটা সময় চলে গিয়েছে। ফলে শেষের দিকে কেসটা দ্রুত সলভ হয়েছে বলে মনে হয়েছে। এটা চিত্রনাট্যের দূর্বলতা। গল্পটাকে ঠিকঠাকভাবে সাজানো হলে আরো জমজমাট হতো।
এই সিজনে ভার্তিকা চতুর্বেদী অনেক বেশি ইনভলভড ছিলেন কেসের সাথে। ফলে তার স্ক্রিন প্রেজেন্স বেড়েছে এবং বাকিদের কমেছে।
অনেক কিছু বলতে গিয়ে গল্পটা কিছুটা খেই হারিয়েছে।