দৃশ্যম (২০১৩)
দৃশ্যম বলতে আমাদের চোখে ভাসে অজয় দেবগনের ‘দৃশ্যম’। যেটা মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। সেটি ছিল মালায়লাম ছবি ‘দৃশ্যম’ এর রিমেক। যেটি মুক্তি পায় ২০১৩ সালে। মোহনলাল অভিনীত ছবিটি ছিল ব্লকবাস্টার হিট। আর এর পেছনে রয়েছে ছবির গল্প। টানটান উত্তেজনায় ভরপুর গল্প, নেই কোন আইটেম সং, নেই কোন গ্ল্যামার।
গ্রামের মধ্যবিত্ত ছিমছাম এক পরিবারের গল্প। নিজের মেয়ে এবং পরিবারকে বাঁচাতে পঞ্চম শ্রেণী ফেইল এক ক্যাবল ব্যবসায়ী পুলিশকে পর্যন্ত নাকানি চুবানি খাওয়ান। একটি লাশ খোঁজার গল্প নিয়ে সিনেমা শুরু হয় কিন্তু কোন সুরাহা শেষ পর্যন্ত হয় না।
লাশটা কোথায় আছে সেটা দেখা যায় একদম শেষ দৃশ্যে। চমৎকার এই ছবির কাহিনী জিতু জোসেফের। ছবিটি পরিচালনাও করেছেন তিনি।
আট বছর পর সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির সিক্যুয়াল। সিক্যুয়াল দেখার আগে প্রথম কিস্তি দেখে নিতে ভুলবেন না।
‘দৃশ্যম’ ছবিটি এতটাই জনপ্রিয়তা পায় যে হিন্দি ছাড়াও আরো বেশ কয়েকটি ভাষায় ছবিটির রিমেক হয়। ২০১৪ সালে কন্নড়া ভাষায় নির্মিত হয় ‘দৃশ্য’, ২০১৪ সালে তেলেগু ভাষায় নির্মিত হয় ‘দ্রুশ্যম’, ২০১৫ সালে তামিল ভাষায় নির্মিত হয় ‘পাপানাসাম’, সিনহালা ভাষায় ২০১৭ সালে নির্মিত হয় ‘ধর্মযুদ্ধ’, চীনা ভাষায় ২০১৯ সালে নির্মিত হয় ‘শিপ উইদাউট আ শেফার্ড’। এটাই প্রথম কোন ভারতীয় সিনেমার চীনা রিমেক।