দো দুনি চার (২০১০)
খুবই সাধারণ কাহিনী। এই কাহিনী নিয়ে সিনেমা হতে পারে সেটাই মনে হয় না। কিন্তু সেই সাধারণ কাহিনীই খুবই সুন্দরভাবে বলেছেন পরিচালক হাবিব ফয়সাল। এক লাইনে ছবির গল্প হলো, এক মধ্যবিত্ত পরিবারের গাড়ি কেনার গল্প। ঋষি কাপুর আর নিতু কাপুর দম্পতি যথারীতি দারুন অভিনয় করেছেন। এই ছবির মূলশক্তি হচ্ছে এর কাহিনী আর অভিনয়। মন ভালো হয়ে যাবে ছবিটি দেখে।