দ্যা ফাইভ ব্লাডস (২০২০)
ভিয়েতনাম যুদ্ধে অংশ নেয়া চার কৃষ্ণাঙ্গ যোদ্ধা পল, ওটিস, এডি, মেলভিন এবং তাদের স্কোয়াড লিডার নরম্যান সিআইএ এর বিধ্বস্ত হওয়া একটি বিমান থেকে উদ্ধা করে স্বর্ণের বারভর্তি একটি বাক্স। কিন্তু যুদ্ধের ময়দান থেকে সেটা নিরাপদে সরিয়ে নেয়া ছিল অসম্ভব। নরম্যান ঠিক করে বাক্সটা তারা সেখানেই কোথাও মাটি চাপা দিয়ে রাখবে। পরবর্তীতে যুদ্ধ শেষ হলে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু ভিয়েতনামিজ যোদ্ধাদের পাল্টা আক্রমনে নরম্যান মারা যাওয়ায় বাকি চারজন সেখান থেকে পালিয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর তারা আবার ফিরে আসে সেই হারানো সোনার বাক্স এবং নরম্যানের মৃহদেহের খোঁজে। ছবিটি নির্মাণ করেছেন স্পাইক লি।