দ্যা মানি পিট (১৯৮৬)
পুরোনো এক বাড়ি কিনেছে ওয়াল্টার ফিল্ডিং (টম হ্যাঙ্কস) এবং তার বান্ধবী আন্না ক্রোলে (শেলী লং)। বাড়িটা একটু পুরোনো হলেও নিজেদের যে একটা বাড়ি হলো সেটা ভেবেই তারা খুশি ছিল। যদিও সে খুশি বেশিদিন থাকে না। বাড়িটা শুধু পুরোনোই না রীতিমত নড়বড়ে। ধরলেই দরজা ভেঙে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে গেলে সিঁড়ি ভেঙে পড়ে যাচ্ছে, বাথটাবে পানি ঢাললে বাথটাব ফ্লোর ভেঙে নিচে পড়ে যাচ্ছে। বাড়িটাতে কি আদৌ তারা থাকতে পারবে?
ছবিটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড গিলার, লোয়েল গাঞ্জ এবং বাবালু ম্যানডেল। পরিচালনা করেছেন রিচার্ড বেঞ্জামিন।