দ্যা রিপোর্ট (১৯৭৭)
ঘুষ নেয়ার অপরাধে বরখাস্ত করা হয় মাহমাদ ফিরুজকুইকে। চাকরিহীন অবস্থায় ধীরে ধীরে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। স্ত্রীর সঙ্গে তার প্রতিদিনই ঝগড়া হয়। স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে চান। চাকরি হারানোর ফলে একজন মানুষের ব্যক্তিগত ও সামগ্রিক জীবনে কী ধরনের প্রভাব ফেলে, সেটাই ছবিটিতে ফুটিয়ে তুলেছেন পরিচালক আব্বাস কিয়ারোস্তামি। শেষমেশ স্ত্রী-সন্তানকে ফেলে অজানার উদ্দেশে পাড়ি জমায় সে। কারণ তার ধারণা হয়, তার অনুপস্থিতিই স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎকে সুখকর করে তুলতে পারে।