দ্যা লাঞ্চবক্স (২০১৩)

একাকী মানুষের গল্প। যাদের যোগাযোগ হয় ঘটনাচক্রে। ভুল লাঞ্চবক্সের মাধ্যমে। তারপর চিঠি আদান প্রদান। তাও ঐ লাঞ্চবক্সের মাধ্যমেই। মুম্বাইয়ের ‘ডাব্বাওয়ালা’রা বেশ বিখ্যাত। ঝড় বৃষ্টি কিংবা প্রখর রোদ যাই থাকুক না কেন, সাইকেলে সব লাঞ্চবক্স বেধে তারা সময়মত বাড়ি থেকে অফিসে পৌঁছে দেয় এবং কখনো কোন লাঞ্চবক্স ভুলি ঠিকানায় যায় না। তবে এই ছবিতে যায়, আর না গেলে তো গল্পটাই থাকতো না। একাকীত্ব মানুষের জীবনে যে অভাববোধ তৈরি করে তা খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক রিতেশ বাত্রা। ছবির মুখ্য তিন চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান, নিমরাত কৌর এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী। ছবির সিনেমাটোগ্রাফি চমৎকার। প্রতিদিনের মানুষের চোখে দেখা মুম্বাই শহরকে এখানে খুঁজে পাবেন। সিনেমাটোগ্রাফি করেছেন মাইকেল সিমন্ডস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *