দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন (২০২১)
নারীর স্থান ঘরে। অক্লান্ত পরিশ্রম করে যাওয়াই যেন তার নিয়তি। এমন ধারণাকে জোরালোভাবে আঘাত করেছে এই ছবি। দেখেও না দেখা অনেক অস্বাভাবিকতাকে প্রশ্ন করেছে ছবিটি। দীর্ঘদিন ধরে চলে আসা সামাজিকতাকে মেনে নিয়ে নারীর পথচলা। কিন্তু সেটা কি খুব স্বাভাবিক? এই প্রশ্নটি মনে জাগবে ছবি দেখে। পরিবর্তন শুরু করতে হবে নিজেকে দিয়ে, নিজের ঘর থেকে। এই ছবিতে রান্নাঘর থেকে পুরো সংসারটাকেই দেখা হয়েছে, দেখা হয়েছে সংসার আর সমাজের নানান অসঙ্গতিকে। ‘মুক্ত করো ভয়, নিজেরে করো জয়’- এ কথাই যেন ছবিটি ছড়িয়ে দিতে চেয়েছে।