দ্য চেজ (২০১৭)

শহরে হঠাৎ খুন খারাবি বেড়ে গেছে। পর পর ষাটোর্ধ্ব দুইজন মানুষ খুন হয়েছেন। এই ঘটনায় নড়েচড়ে বসলেন সাবেক এক গোয়েন্দা। তিনি তার বাড়ির মালিককে জানালেন, এরকম ঘটনা ৩০ বছর আগেও এক সিরিয়াল কিলার ঘটিয়েছিল। সেবার তারা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন কিন্তু খুনিকে ধরতে পারেননি। তাদেরই এক গোয়েন্দাকে খুন করে পালিয়েছিল কিলার। সাবেক সেই গোয়েন্দা বলেন, এরপর এক তরুনী খুন হতে পারেন। পরদিন সেই বৃদ্ধ গোয়েন্দার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় তার ফ্ল্যাটে। কিছুদিন পরেই নিখোঁজ হন একই বাড়িতে ভাড়া থাকা এক তরুনী, তারই ফ্ল্যাটে খুন হন তার সাথে থাকা আরেক তরুনী। যার খন্ডিত মস্তক পাওয়া যায় ডিপ ফ্রিজে। এই অবস্থায় সাবেক সেই গোয়েন্দার খোঁজে আসেন তারই এক সহকর্মী। খুন হওয়া গোয়েন্দার বাড়িওয়ালাকে সাথে নিয়ে সেই সহকর্মী খুঁজে বের করেন খুনিকে। পরে জানা যায় সেই গোয়েন্দা আলঝেইমারের রোগী, পালিয়ে এসেছেন হাসপাতাল থেকে। হতাশ হন বৃদ্ধ বাড়িওয়ালা। কিন্তু খুন খারাবি থেমে নেই। আরেক বৃদ্ধের ঝুলন্ত লাশ পাওয়া যায়। সেই নিখোঁজ তরুনীকে খুঁজতে খুঁজতে খুনির কাছাকাছি পৌঁছে যান তরুনীর বাড়িওয়ালা। একটা সময় সে বুঝতে পারে খুনি আসলে দুইজন! কিন্তু কীভাবে প্রমান করবে সে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *