দ্য ট্রাভেলার (১৯৭৪)
কিয়ারোস্তামির প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘দ্য ট্রাভেলার’। ছবির কাহিনী আবর্তিত হয়েছে কাসেম জুলায়ি নামের এক কিশোরকে নিয়ে, যে ফুটবল খেলতে খুব পছন্দ করে। কাসেমের স্বপ্ন, সে তেহরানের আমজাদি স্টেডিয়ামে বসে একটি ফুটবল ম্যাচ দেখবে। অর্থ চুরি করে, একটি পুরোনো ক্যামেরা বিক্রি করে সে তার স্বপ্নপূরণের চেষ্টা চালিয়ে যায়। তার পরও অনেক কষ্টে টাকা জোগাড় করে সে আমজাদি স্টেডিয়ামের গ্যালারিতে গিয়ে পৌঁছায় এবং খেলা দেখা শুরু করে। কিন্তু ক্লান্তির কারণে কিছুক্ষণ পরেই সে ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে সে দেখে পুরো স্টেডিয়াম ফাঁকা, শুধু সে একাই পড়ে আছে গ্যালারিতে। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন ইরানি পরিচালক আব্বাস কিয়ারোস্তামি। আর আব্বাস কিয়ারোস্তামি মানেই ছবির যাদু।