দ্য ফাউন্ডার (২০১৬)
আমেরিকার বিখ্যাত ফুড চেইন ম্যাকডোনাল্ডস শুরু করেছিলেন দুই ভাই, রিচার্ড এবং মাউরিস ম্যাকডোনাল্ড। তবে আজকের যে ম্যাকডোনাল্ডসকে আমরা দেখি সেটা তৈরি হয় রে ক্রক এর হাত ধরে। আর এই তিনজনের গল্প নিয়েই তৈরি হয়েছে ছবিটি। ম্যাকডোনাল্ডস ভাইয়েরা আবিস্কার করেছিলেন দ্রুত খাবার তৈরি করার পদ্ধতি। আগে যেখানে ঘণ্টাখানেক অপেক্ষা করতে হতো সেখানে ম্যাকডোনাল্ডস ১৫ সেকেন্ডের মধ্যে খাবার দেয়া শুরু করে এবং কাগজের ব্যাগে খাবার দেয়ায় তা যে কোন সময় যে কোন জায়গায় বসে খাওয়া যেত। আর এই আইডিয়াটাই ভালোবেসে ফেলেন ক্রক। তাই তিনি সেটা সারা আমেরিকায় ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করেন। ১৯৪০ সালে ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারডিনোতে শুরু করা বার্গার স্ট্যান্ড থেকে ম্যাকডোনাল্ডস ছড়িয়ে পড়ে সারা আমেরিকায়। এক পর্যায়ে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ে। আর তখন ক্রক কিনে নেন ম্যাকডোনাল্ডস।
ছবিটি পরিচালনা করেছেন জন লি হ্যানকক। ছবিতে রে ক্রক এর ভূমিকায় অভিনয় করেছেন মাইকেল কিটন। রিচার্ড ম্যাকডোনাল্ড এর ভূমিকায় অভিনয় করেছেন নিক অফারম্যান এবং মাউরিস ম্যাকডোনাল্ড এর ভূমিকায় আছেন জন ক্যারল লিঞ্চ।