দ্য বানশিস অব ইনশিরিন (২০২২)

আয়ার‌ল্যান্ডের উপকূলের একটি গ্রাম ইনশিরিন। সমুদ্রের তীরবর্তী এই গ্রামের মানুষের জীবনযাত্রা একঘেঁয়ে, নিস্তরঙ্গ। পশু পালন আর আড্ডা দেয়া এই তাদের কাজ। গ্রামে একটি মাত্র পাব। সেখানে ঘণ্টার পর ঘন্টা নানা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আড্ডা দেয় গ্রামের লোকেরা।

কল্ম এবং পার্ডিক দুই বন্ধু। কল্ম ভায়োলিন বাদক আর পার্ডিক পশু পালক। দুজন বন্ধু সবসময় একসাথে থাকে। কিন্তু হঠাৎ একদিন কল্ম জানায় সে আর পার্ডিকের সাথে বন্ধুত্ব রাখতে চাইছে না। সে নিজের সঙ্গীতে মনোনিবেশ করতে চায়। ফালতু আড্ডায় সময় নষ্ট করতে চায় না।

বোকাসোকা পার্ডিক তার বন্ধুর এই যুক্তি বুঝতে পারে না, মেনেও নিতে পারে না। সে ভাবে তার বন্ধু হয়তো কোনো মানসিক সমস্যায় পড়েছে। সে চায় বন্ধুকে সাহায্য করতে।

কল্ম একা থাকে। আর পার্ডিকের সাথে থাকে তার বোন শিভান।

পার্ডিক তার বন্ধুর সাথে কথা বলার জন্য উদগ্রীব। কিন্তু কল্ম বারবার এড়িয়ে যায় পার্ডিককে। অবশেষে বিরক্ত হয়ে কল্ম জানায়, পার্ডিক যদি আর তাকে বিরক্ত করে তাহলে সে তার হাতের আঙুল কাটা শুরু করবে।

পার্ডিক ভাবে তাকে ভয় দেখানোর জন্য বলেছে। তাই সে আবার দেখা করে বন্ধুর সাথে। পরদিন তার বাসার সামনে কল্মের কাটা আঙুল পায়।

পার্ডিকের বোন শিভান তাকে মানা করে কল্মের সাথে যোগাযোগ করতে। কিন্তু তারপরও যোগাযোগ করে পার্ডিক। পরিস্থিতি খারাপ হতে থাকে। এর মধ্যে শিভানের একটা চাকরি হয়। সে বাধ্য হয়ে ইনশিরিন ছেড়ে চলে যায়। আরও একা হয়ে পড়ে পার্ডিক।

আয়ারল্যান্ডের গ্রামীণ দৃশ্যকে চমৎকারভাবে ক্যামেরায় তুলে এনেছেন পরিচালক মার্টিন ম্যাকডোনা। সেই সাথে এনেছেন মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং বন্ধুর প্রতি ভালোবাসার দিকটি।

পার্ডিকের চরিত্রে অভিনয় করেছেন কলিন ফারেল এবং কল্মের চরিত্রে ব্রেন্ডন গ্লিসন।

৭৯তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়েছিল। উৎসবে সেরা অভিনেতা এবং সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছিল ছবিটি।

৯৫তম অস্কারে নয়টি শাখায় মনোনয়ন পেয়েছিল ছবিটি কিন্তু কোনো পুরস্কার পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *