দ্য রেস্টলেস (২০২২)
ধুন্দুমার অ্যাকশন থ্রিলার! মাত্র ৯০ মিনিটের সিনেমা কিন্তু এমনভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকে যে চোখ সরানোর উপায় নেই। কাহিনী তেমন নতুন বা আহামরী কিছু না। কিন্তু সেই কাহিনীটাই নির্মাণের কারণে বেশ উপভোগ্য হয়ে উঠেছে।
পুলিশ অফিসার থমাসের গাড়ির ধাক্কায় মারা যায় এক পথচারী। মায়ের শেষকৃত্যের কাজে যাচ্ছিল সেই অফিসার। নিজেকে বাঁচাতে মায়ের লাশের সাথে সেই লাশটা দাফন করে দেয় সে। কিন্তু দুর্ঘটনা নিয়ে তদন্তে তাকে সন্দেহ করতে থাকে তার বন্ধু, যে ঘটনাটি তদন্ত করছে। আর রহস্যময় এক ব্যক্তি ফোন করে ব্ল্যাকমেইল করতে থাকে থমাসকে।
এক সময় সেই ব্যক্তিটি সামনে আসে, থমাস অবাক হয়ে যায় কারণ সে রহস্যময় ব্যক্তিটি নার্কোটিকস ডিপার্টমেন্টের পুলিশ কমিশনার। তার হয়ে কাজ করা ছাড়া থমাসের আর কোন উপায় থাকে না। মৃত ব্যক্তির লাশটা চায় কমিশনার। কি আছে সেই লাশের সাথে সেটা খুঁজে বের করতে চেষ্টা করে থমাস। এক সময় সে বুঝতে পারে ওই লোক তার গাড়ির চাপায় খুন হয়নি, তাকে আগেই খুন করা হয়েছে।
অফিসার থমাসের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফ্র্যাঙ্ক গাস্তামবিদে। ভিন ডিজেল এবং জেসন স্ট্যাথাম দুইজনেরই ছায়া আছে এই অভিনেতার মধ্যে। সে কারণে সিনেমাটা আরো উপভোগ্য হয়ে উঠেছে। হঠাৱ মনে হয় যেন ভিন ডিজেলকে দেখছি আবার মনে হয় ট্রান্সপোর্টারের স্ট্যাথাম।
ফ্রেঞ্চ এই ছবিটা রিমেক করা হয়েছে ২০১৪ সালের কোরিয়ান সিনেমা অ্যা হার্ড ডে থেকে। যেটি নির্মাণ করেছেন কিম সং-হুন। এটি পরিচালনা করেছেন রেজিস ব্লন্দ্যু।