দ্য শশাংক রিডেম্পশন (১৯৯৪)
রিডেম্পশন মানে মুক্তি আর শশাংক একটি জেলখানার নাম। আক্ষরিক অর্থে বাংলায় ছবিটির নাম দাঁড়ায় ‘শশাংক মুক্তি’। মানুষের জীবনে কত কিছুই তো ঘটে, ঘটনা-দূর্ঘটনা। কিন্তু মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার আশা। এই আশা মানুষকে দিয়ে অসম্ভব সম্ভব করিয়ে নিতে পারে। সেই আশার কথাই বলা হয়েছে ছবিটিতে। এই ছবির মূলশক্তি এর সংলাপ, তারপর অভিনয়। সংলাপগুলো যেন কোন দার্শনিকের লেখা। দুই ঘণ্টার ছবিটি দেখার পর বেশ কয়েকটি চরিত্র আপনার মনে সারাজীবনের জন্য দাগ কেটে যাবে। যেমন: ডুফ্রেন, রেড, ওয়ার্ডেন নর্টন। টিম রবিন্স এবং মরগ্যান ফ্রিম্যানের অসাধারণ অভিনয় মুগ্ধ করবে।
স্টিফেন কিং এর উপন্যাসিকা ‘রিতা হেওয়ার্থ অ্যান্ড শশাংক রিডেম্পশন’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফ্রাঙ্ক ডারাবন্ট। ছবিটির পরিচালকও তিনি। এই ছবি বারবারই দেখা যায়।