নাইটক্রলার (২০১৪)

টেলিভিশনে মাঝে মাঝে কিছু ভিডিও ফুটেজ দেখা যায়, যেগুলো ঘটনার সময় বা পরপরই তোলা। হতে পারে সেটা কোন দূর্ঘটনা বা খুনের ভিডিও। এই ধরণের ফুটেজগুলো টিভি মিডিয়া এক্সক্লুসিভ হিসেবে প্রচার করে। এই ভিডিওগুলো তোলার জন্য কিছু ফ্রিল্যান্সার কাজ করে। এরকমই এক ফ্রিল্যান্সারের কাহিনী নিয়ে নির্মিত নাইটক্রলার। শুরুটা খুব ভালো হলেও শেষদিকে ঝিমিয়ে গেছে কিছুটা। কিন্তু সব মিলিয়ে ভালো। অভিনেতা জ্যাক গিলেনহল খুব ভালো অভিনয় করেছেন। পরিচালক ড্যান গিলরয়ের প্রথম ছবি ছিল এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *