নিউজ অব দ্যা ওয়ার্ল্ড (২০২০)
ক্যাপ্টেন জেফারসন আমেরিকার গৃহযুদ্ধে অংশ নিয়েছিলেন। যুদ্ধ শেষে তিনি বেছে নেন এক চমকপ্রদ পেশা। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষদের খবর পড়ে শোনান। সেজন্য আমেরিকার এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ান তিনি। যাত্রাপথে জোয়ানা নামের এক কিশোরী মেয়ের সাথে দেখা হয় তার। মেয়েটির বাবা-মা ছিলেন জার্মান। তাদের মৃত্যুর পর কিয়োয়া নামের এক আদিবাসীদের কাছে বড় হয়েছে মেয়েটি। কিন্তু তাদেরকে হারিয়ে একা জঙ্গলে বাস করছে মেয়েটি। কাস্ট্রোভিলে থাকা মেয়েটির এক আত্মীয়ের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব নেয় ক্যাপ্টেন। কিন্তু সে পথে পথে আসা নানারকম বাধা বিপত্তি। সব জয় করে এগিয়ে চলতে থাকে দুজন। ১৮৭০ সালের টেক্সাসের প্রেক্ষাপটে দেখানো হয়েছে ওয়েস্টার্ন এই ছবিটি। পলেট জাইলসের লেখা নিউজ অব দ্যা ওয়ার্ল্ড উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন পল গ্রিনগ্রাস। ক্যাপ্টেন জেফারসনের ভূমিকায় অভিনয় করেছেন টম হ্যাংকস। কিশোরী কিয়োয়ার চরিত্রে অভিনয় করেছেন নবাগতা হেলেনা জেঙ্গেল।