নোম্যাডল্যান্ড (২০২০)
স্বাধীন বা ইনডিপেনডেন্ট সিনেমার ভালো একটি উদাহরণ ছবিটি।
মহামন্দার কারণে নিজের ছোট্ট শহর ছেড়ে বেরিয়ে পড়েন ষাটোর্ধ্ব এক বিধবা নারী। তার এই যাত্রার ঘটনাবলী নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। নোম্যাড বলতে মূলত যাযাবরদের বোঝানো হয়ে থাকে। যাদের স্থায়ী কোন আবাসস্থল নেই। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়ায়।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। তিনি ছবিটির সহপ্রযোজক হিসেবেও কাজ করেছেন। ছবিটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চীনা নির্মাতা ক্লোয়ি জাও। ছবিটির চিত্রনাট্য লেখা, সম্পদনা এবং সহ প্রযোজনার কাজটিও করেছেন তিনি।
জেসিকা ব্রুডারের লেখা ‘নোম্যাডল্যান্ড: সারভাইভিং আমেরিকা ইন দ্যা টুয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লেখা হয়েছে। ২০১৭ সালে বইটি প্রকাশিত হয়।
২০২০ সালের সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রথম দেখানো হয়। উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন জেতে ছবিটি। পরবর্তীতে টরেন্টো চলচ্চিত্র উৎসবে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জেতে ছবিটি।