পাবলিক এনিমিস (২০০৯)

এক ছবিতে দুই ধামাকা! জনি ডেপ এবং ক্রিশ্চিয়ান বেল! ব্যস! এটুকু শুনেই তো ছবিটা দেখা যায়! ১৯৩০ এর দশকে আমেরিকায় অর্থনৈতিক মন্দার সময় অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। সে সময়ের দুর্ধর্ষ ব্যাংক লুটেরা জন ডিলিঞ্জার। তাকে ধরতে এফবিআই এজেন্ট মেলভিন পাভরিসের অভিযানের গল্প নিয়ে ছবিটি। ধুন্দুমার অ্যাকশন ছবিটি দেখা শুরু করলে শেষ করেই উঠবেন। জনি ডেপ আর ক্রিশ্চিয়ান বেলের অভিনয়ের যাদু আর অ্যাকশনই এই ছবির প্রাণ। ছবিটির চিত্রনাট্য করা হয়েছে ব্রায়ান বরোর বই ‘পাবলিক এনিমিস: আমেরিকাস গ্রেটেস্ট ক্রাইম ওয়েভ অ্যান্ড দ্য বার্থ অব এফবিআই, ১৯৩৩-৩৪’ অবলম্বনে। ছবিটি পরিচালনা করেছেন মাইকেল মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *