পাল্প ফিকশন দেখবেন যে পাঁচটি কারণে

কুয়েন্তিন তারান্তিনোর কাল্ট ক্ল্যাসিক ছবি পাল্প ফিকশন। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ছবিটি এখনো সিনেমাপ্রেমীদের তালিকায় শীর্ষে রয়েছে। কী এমন আছে ছবিটিতে যে মুক্তির দুই দশক পরে এসেও সমান জনপ্রিয়তা ধরে রেখেছে?

আছে তো অনেক কিছুই। তবে এর মধ্যে পাঁচটা কারণ বলা যেতে পারে। যারা দেখেননি তারা দেখে নিন আর যারা দেখেছেন, তারা আবারও দেখতে পারেন।

১. প্রথম কারণ অবশ্যই কুয়েন্তিন তারান্তিনো। নৃশংসতার শৈল্পিক দৃশ্যায়ন করা যার ছবির মূল থিম। আপনি যদি তারান্তিনোর কোন ছবি দেখে না থাকেন, পাল্প ফিকশন দিয়েই শুরু করুন। এটা ছিল তারান্তিনো পরিচালিত দ্বিতীয় ছবি।

২. এই ছবিতে আছে চমৎকার সব সংলাপ। বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী সংলাপ এবং কথোপকথনগুলো ছিলো চমকে দেয়ার মত। বিশেষ করে বাইবেল এর বিভিন্ন ভার্স নিয়ে স্যামুয়েল এল জ্যাকসন এর সংলাপগুলো।

৩. নন লিনিয়ার স্টোরি টেলিংয়ের এক অনবদ্য উদাহরণ পাল্প ফিকশন। ঘটনাগুলোকে সমান্তরালভাবে না দেখিয়ে উল্টেপাল্টে দেখানো হয়েছে। নন লিনিয়ার ফরম্যাটের কারণে ছবিটা দর্শকদের আকর্ষণ ধরে রাখতে পেরেছে।

৪. জন ট্রাভোল্টার আর কুলনেস আর স্যামুয়েল এল জ্যাকসনের অ্যাংরি ইয়াং ম্যান অ্যাটিচুড। এই দুই ঠাণ্ডা-গরম চরিত্র মিলেমিশে দারুণ এক রান্না হয়েছে।  

৫. সঙ্গীত এই ছবির অমূল্য সম্পদ। রক অ্যান্ড রোল, সার্ফ এবং পপ অ্যান্ড সোল এর এক মাখামাখি কম্বিনেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *