প্যারাসাইট (২০১৯)

ইংরেজি Parasite শব্দের অর্থ পরজীবি। দক্ষিণ কোরিয়ান এই ছবিটির কোরিয়ান নাম গিসায়েংচুং। এ বছরের অন্যতম আলোচিত ছবি। সোশ্যাল মিডিয়াতেও ছবিটি বেশ সাড়া ফেলেছে।

কান চলচ্চিত্র উৎসবে প্রথম কোরিয়ান ছবি হিসেবে পাম দি’ওর পুরস্কার জেতে ছবিটি। ৯২তম অস্কারে সেরা ছবির পুরস্কার জিতে ইতিহাস গড়েছে প্যারাসাইট। প্রথমবারের মত কোন বিদেশি ভাষার ছবি অস্কারে সেরা ছবির পুরস্কার জিতলো। এছাড়াও সেরা পরিচালক (বং জুন-হো), সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে অস্কার জিতেছে প্যারাসাইট।

লেয়ার্ড গল্প যারা পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে ছবিটি। কারণ কিছুক্ষণ পরপরই গল্প নতুন নতুন মোড় নিচ্ছে। নতুন স্তর তৈরি হচ্ছে। তাই শুরু করলে শেষ না করে উঠতেই পারবেন না। গল্প আগে বলে মজা নষ্ট করা যাবে না। আগ্রহী দর্শকরা দেখে নিতে পারেন। হতাশ হবেন না। প্যারাসাইট পরিচালনা করেছেন বং জুন-হো। একই পরিচালকের ছবি ২০০৩ সালের মেমোরিজ অব মার্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *