ফাইভ হান্ড্রেড ডেজ অব সামার (২০০৯)
নির্মল প্রেমের ছবি। এরকম ছবি বারবার দেখা যায়। সব ভালোবাসার সম্পর্কের এক পরিণতি হয় না। তারপরও সম্পর্কগুলো টিকে থাকে কোন না কোনভাবে। এই ছবির সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এর চিত্রনাট্য এবং সম্পাদনা। সেই সাথে মূল দুই চরিত্রে জোসেফ গর্ডন লেভিট এবং জোয়ি ডেশেনেল এর অভিনয়। ছবিটির চিত্রনাট্য লিখেছেন স্কট নিউশটার এবং মাইকেল এইচ ওয়েবার। সম্পাদনা করেছেন অ্যালান এডওয়ার্ড বেল। ছবিটির পরিচালক মার্ক ওয়েব। এটি ছিল পরিচালকের ডেব্যু মুভি।