ফিল্মিস্তান (২০১২)

১১৭ মিনিট দৈর্ঘ্যের ছবিটির কাহিনী গড়ে উঠেছে মুম্বাইয়ের অধিবাসী সানি নামের একজন যুবককে নিয়ে, যে একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা হতে চায়। অ্যাসিসটেন্ট ডিরেক্টর হিসেবে একটি ডকুমেন্টারি নির্মানে বিদেশি দলের সাথে কাজ করার সময় জঙ্গিগোষ্ঠীর হাতে অপহৃত হয় সে। 

সানিকে যে ঘরে আটকে রাখা হয় সেটি একজন পাকিস্তানির। হিন্দি ছবির পাইরেটেড ছবি চোরাচালানের মাধ্যমে বিক্রি করাই তার ব্যবসা। সিনেমা নিয়ে তাদের দুজনের আগ্রহের কারণে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

চলচ্চিত্রটিতে ভারত-পাকিস্তান দুই দেশের সাংস্কৃতিক সামঞ্জ্যসতার ব্যাপারটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সানি চরিত্রে অভিনয় করেছেন শারিব হাশমি এবং পাকিস্তানি ইনামুল হকের চরিত্রে অভিনয় করেছেন আফতাব।

ছবিটির চিত্রনাট্য্ যৌথভাবে লিখেছেন নিতিন কাক্কার এবং শারিব হাশমি। পরিচালনা করেছেন নিতিন কাক্কার। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ছাড়াও যুক্তরাষ্ট্র, সুইডেন, নরওয়েসহ ভারতের মুম্বাই এবং কেরালা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়া ছবিটি ২০১২ সালে ভারতের ৬০ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে সেরা ফিচার ফিল্মের পুরষ্কার পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *