ফোর মোর শটস প্লিজ (২০১৯)
চার নারীর গল্প। চার বান্ধবী জীবনের এক পর্যায়ে এসে যাদের দেখা হয় এবং খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। চারজন এসেছে চারটি ভিন্ন পরিবেশ, পরিস্থিতি থেকে। কিন্তু তারপরও তারা নিজেদের মধ্যে মিল খুঁজে পায়। আর সেই সূত্রেই বন্ধু্ত্ব। এই চার বান্ধবীর জীবনের নানা ঘটনা, টানাপোড়েন নিয়ে সিরিজটি। এ পর্যন্ত দুটি সিজন শেষ হয়েছে সিরিজটির।
চারজনের মধ্যে দামিনী রিজভী রায় (সায়নী গুপ্তা) একজন অনুসন্ধানী সাংবাদিক, উমাং সিং (বানী জে) একজন জিম ট্রেইনার, অঞ্জনা মেনন (কৃতি কুলহারি) একজন আইনজীবী এবং সিদ্ধি প্যাটেল (মানভি গাগরু) ধনী পরিবারের সন্তান, যে বিভিন্ন বিষয় নিয়ে তার নিরীক্ষা চালিয়ে যাচ্ছে।
সিরিজটি পরিচালনা করেছেন আনু মেনন এবং নুপুর আস্থানা।