বারেলি কি বারফি (২০১৭)

গল্পটা একদম পরিপূর্ণ, শুধু শেষটা একটু বলিউডি মেলোড্রামা দিয়ে শেষ হয়েছে। বাকি পুরোটাই দুর্দান্ত। আর একেকজনের অভিনয়, সে বাবার চরিত্র হোক, মায়ের চরিত্র হোক আর নায়িকার চরিত্রই হোক, সবাই সমান একদম মাপা অভিনয় সবার। আর ছবিটির সবচেয়ে শক্তিশালী দিক এর সংলাপ। কথার পিঠে কথা এবং পরিস্থিতির সাথে এত সুন্দর মিলিয়ে দেয়া কথা যে এমনিই হাসি চলে আসে। ছবিটির পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি। নিকোলাস ব্যারুর (Nicolas Barreau) লেখা দ্য ইনগ্রেডিয়েন্টস অব লাভ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন নিতেশ তিওয়ারি এবং শ্রেয়াশ জৈন। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, কৃতি স্যানন, পংকজ ত্রিপাঠি, সীমা পাহোয়া। ছবির গানগুলোও চমৎকার বিশেষ করে ‘নাজম নাজম’ গানটি। ২০ কোটি রুপিতে বানানো ছবিটি আয় করেছিলো ৬০ কোটি রুপি। ৬৩তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ছবিটি চারটি শাখায় পুরস্কার পেয়েছিলো। জিতেছিলো কেবল অশ্বিনী, সেরা পরিচালকের পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *