মহানগর (১৯৬৩)
নরেন্দ্র মিত্রের ছোটগল্প অবতরণিকা অবলম্বনে সত্যজিৎ রায় নির্মাণ করেন মহানগর (The Big City) ছবিটি। অভাবের সংসারে এক মধ্যবিত্ত গৃহবধূর চাকরির সন্ধানে কলকাতায় বেরিয়ে পড়া এবং চাকরি করা নিয়ে ছবিটির গল্প। এই চাকরি করতে গিয়েই শহরটাকে চিনতে থাকে সে। এতকাল যে ছিল চার দেয়ালের মাঝে আজ তার সামনে পুরো শহর। নানা রকম মানুষ দেখে সে, নানা অভিজ্ঞতা হয়। আস্তে আস্তে ভয়টাও কেটে যেতে থাকে। কিন্তু মধ্যবিত্ত সংসারের বধূ বাইরে কাজ করবে এটা ঠিক পছন্দ হয় না তার স্বামীর। এদিকে স্বামী বেকার হওয়ায় চাকরি না করেও উপায় নেই গৃহবধূর। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন, শহর কলকাতা এই মিলিয়ে গল্প এবং ছবির দৃশ্যায়ন চমৎকার।