মাউজ হান্ট (১৯৯৭)
দুই ভাই উত্তরাধিকার সূত্রে প্রাচীন এক বাড়ি পেয়েছে। তারা কেউই সেই পুরোনো বাড়িতে থাকতে চায় না। কিন্তু বাড়িটা তারা ভালো দামে বিক্রি করতে পারছে না, কারণ সেই বাড়িতে অনেক ইদুর। অনেক মানে অগনিত। পুরো সিনেমাজুড়ে দেখবেন খালি ইদুর দৌড়। কিন্তু ইদুর থেকে নিষ্কৃতি মেলে না। ছবিটির অ্যানিমেশনের কাজ ভালো লাগবে, ১৯৯৭ সালের তুলনায় খুবই ভালো অ্যানিমেশন ছিল। ছবিটির চিত্রনাট্য লিখেছেন অ্যাডাম রিফকিন এবং ছবিটি পরিচালনা করেছেন গোর ভারবেনেস্কি।