মেরে পেয়ারে প্রাইম মিনিস্টার (২০১৮)
মুম্বাইয়ের এক বস্তির আট বছরের একটা বাচ্চা যখন দেখলো রাতে খোলা জায়গায় টয়লেটে যাওয়ার কারণে তার মা ধর্ষিত হলো তখন সে ঠিক করলো সে তার মায়ের জন্য টয়লেট বানাবে। রাষ্ট্রীয় দপ্তরে গিয়ে কোন ধরনের সাহায্য না পেয়ে ঠিক করলো প্রধানমন্ত্রীর কাছে যাবে চিঠি নিয়ে।প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়ে এলো দিল্লি গিয়ে কিন্তু যখন বুঝল প্রধানমন্ত্রী সে চিঠি পাবে কিনা বা পড়বে কিনা তার কোন ঠিক নেই তখন সে ঠিক করলো নিজে টয়লেট বানাবে। এই জন্য বন্ধুদের সাথে মিলে মন্দির, মসজিদ বানানোর কথা বলে মানুষের কাছ থেকে চাঁদা নেয়া শুরু করে ছেলেটা, মাদক পর্যন্ত বিক্রি করে। কিন্তু তার টয়লেট বানানো হয়ে উঠে না। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী চিঠি পড়ে এবং রাষ্ট্রীয় দপ্তরে আদেশ পাঠায় বাচ্চার বস্তিতে পাবলিক টয়লেট বানিয়ে দেয়ার জন্য। এই সিনেমায় দেখা যায় আইনের রক্ষকদের ধর্ষক হতে এবং শহরের উচু পাড়ায় টয়লেটের অভাব হয় না কিন্তু বস্তির মানুষরা বিচার তো দূরের কথা টয়লেটও পায় না। রাষ্ট্র হলো তাদের জন্য যাদের অনেক আছে।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন মনোজ মৈত্র, রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং হুসেইন দালাল। পরিচালনা করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা।
জেমস দাস