রং দে বাসন্তী (২০০৬)
পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার দ্বিতীয় ছবি ছিল ‘রং দে বাসন্তী’। ছবিটির চিত্রনাট্য তিনি লিখেছেন এবং প্রযোজনার কাজটিও করেছেন তিনি। ছবিটির গল্প মূলত একদল কলেজ পড়ুয়া বন্ধুদের নিয়ে। এক সময় দেশের দূর্নীতির উপর বীতশ্রদ্ধ হয়ে তারা বিদ্রোহ করে বসে। ছবিটির স্টোরিলাইন খুবই সুন্দরভাবে গোছানো। কাস্টিংও দূর্দান্ত। আমির খান, সোহা আলী খান, আর মাধবন, শারমান জোশি, কুনাল কাপুর, অতুল কুলকার্নি এবং এলিস প্যাটেন। ছবিটিতে চমৎকার কিছু সংলাপ রয়েছে, গানগুলোও শ্রুতিমধুর। সব মিলিয়ে বারবার দেখার মত একটি ছবি।