রাতসাসান (২০১৮)
থ্রিলার ছবি এবং ভিলেনের ক্যারেক্টারটা অসাধারণ! তবে অন্যান্য তামিল ছবির মত এই ছবিটিও দৈর্ঘ্যে বড়। ১৭০ মিনিট অর্থ্যাৎ প্রায় তিন ঘণ্টা। ছবিটা ১২০ মিনিট বা দুই ঘণ্টায় বেঁধে ফেলা যেত এবং এতে উত্তেজনা আরো বাড়তো। ছবির চিত্রনাট্যে প্রথমে সিরিয়াল কিলিং দেখানো হয় এবং খুনির ব্যপারে দর্শকদের মিসগাইড করা হয়। পরে গিয়ে ধীরে ধীরে রহস্য উন্মোচিত হতে থাকে। যখন আসল খুনির ক্লু পাওয়া যায় তখন থেকেই ছবিটির আসল মজা শুরু হয়। ভিলেনের চরিত্রটি দারুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মেকআপ, অভিনয় এবং চিত্রনাট্য সব মিলিয়ে অত্যন্ত শক্তিশালী হয়েছে চরিত্রটি এবং ভয় পাইয়ে দেয়ার মত। থ্রিলার ছবির দর্শকরা ছবিটি দেখে আরাম পাবেন।