লাপাতা লেডিজ (২০২৪)
চিত্রনাট্য একদম ঠিকঠাক। গল্পটাকে ঠিকভাবে গেঁথেছেন চিত্রনাট্যকাররা। সংলাপের প্রশংসা করতেই হয়। বুদ্ধিদীপ্ত সংলাপ এই ছবির সম্পদ।
গল্পটাতে ম্যাসেজ যেমন আছে তেমন আছে হিউমার। অল্প কথায় অনেক কিছু বলে ফেলা হয়েছে।
আনকোরা অভিনেতাদের দিয়ে চমৎকার কাজ করিয়ে নিয়েছেন পরিচালক কিরন রাও। অভিজ্ঞদের মধ্যে পুলিশ ইন্সপেক্টর শ্যাম মনোহর এর চরিত্রে রবি কিষাণ একদম ঠিকঠাক। কখনো তিনি নায়ক, কখনো ভিলেন, কখনো দিয়েছেন কমিক রিলিফ।
পরিচালক এবং চিত্রনাট্যকারদের পরিমিতবোধ অসাধারণ। তাই কোথাও ছবিটিতে বাড়তি বা আরোপিত কিছু চোখে পড়েনি।
গল্পটাই ছবির প্রাণ। গল্পের জোরেই সবকিছু ঠিকঠাক এগিয়েছে।