লিপ ইয়ার (২০১০)
আইরিশ ঐতিহ্য অনুযায়ী লিপ ইয়ারের দিন যদি কোন মেয়ে কোন ছেলেকে বিয়ের জন্য প্রপোজ করে তবে ছেলেটিকে অবশ্যই রাজি হতে হবে! আর তাই নিজের বয়ফ্রেন্ডকে প্রপোজ করার জন্য বোস্টন থেকে ডাবলিনের উদ্দেশ্যে রওনা দেয় এনা। কিন্তু ঝড়ের কারণে ডাবলিন পৌঁছাতে পারে না সে। ঘটনাক্রমে এসে পৌঁছায় ডিঙ্গল নামের ছোট একটি গ্রামে। এখানেই পরিচয় হয় হোটেল মালিক ডেকলান ও’ক্যালাহেনের সাথে। ডেকলানের গাড়িতে করেই ডাবলিনের উদ্দেশ্যে রওনা দেয় দুজন। পথে ঘটতে থাকে নানান মজার ঘটনা। এই যাত্রায় দুজনেই যেন দুজনকে আবিস্কার করে। ছবিটির মনোমুগ্ধকর লোকেশন আপনাকে চোখের আরাম দেবে। গল্পটাও বেশ। আর অভিনয়ে ম্যাথু গুযে এবং অ্যামি অ্যাডামসের তুলনা নেই। নিখাদ প্রেমের ছবি, মন ভালো করে দেয়া ছবি।